প্রথম পাতা খবর মুখ্যমন্ত্রীর পর প্রধানমন্ত্রী! ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা করবেন নরেন্দ্র মোদী

মুখ্যমন্ত্রীর পর প্রধানমন্ত্রী! ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা করবেন নরেন্দ্র মোদী

193 views
A+A-
Reset

তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই উত্তরবঙ্গে আসার কথা ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা জানালেন, আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিকেলে প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে যান মনোজ টিজ্ঞা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, কালচিনির বিধায়ক বিশাল লামা-সহ একাধিক বিজেপি নেতা। মনোজ জানান, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর সেনাকে সম্মান জানাতেই এই জনসভা। পাশাপাশি জনসাধারণের কাছেও পৌঁছে দেওয়া হবে এই অভিযানের বার্তা।

২০১৬ সালের পর এই প্রথমবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। ফলে বিজেপি শিবিরে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। মনোজ বলেন, “দলের কর্মীরা এই খবরে খুবই উচ্ছ্বসিত, যদিও এখনও বুথ স্তরে তা পৌঁছয়নি।”

প্রধানমন্ত্রীর এই সভা উত্তরবঙ্গের রাজনৈতিক আবহে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে মাদারিহাট উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর এবং বিজেপির নেতা জন বার্লার দলবদলের প্রেক্ষাপটে এই সফরের তাৎপর্য আরও বেড়েছে। ‘অপারেশন সিঁদুর’ ও জাতীয় নিরাপত্তার ইস্যুতে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি, আর সেই কৌশলের অংশ হিসেবেই উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর এই সভা বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.