211
শহরের আকাশে মেঘের লুকোচুরি। ছবি রাজীব বসু
দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্রাক-বর্ষার পরিস্থিতি। প্রতিদিনই মেঘ জমে হঠাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কোথায় কখন বৃষ্টি হবে, তা নির্ভর করছে মেঘ তৈরির ধরণের ওপর। তাই এখনই এলাকা ধরে আলাদা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
কলকাতায় আর তাপমাত্রা খুব একটা বাড়বে না বলে অনুমান। ৩৫ ডিগ্রির বেশি ওঠার সম্ভাবনা কম, তবে গুমোট গরম চলবে।
ও দিকে কেরালায় সাধারণত বর্ষা ঢোকে ১ জুন। কিন্তু এবার সেটি ঢুকবে ২৫ মে, নির্ধারিত সময়ের ছয় দিন আগেই। এর ফলে পূর্ব ভারতে বর্ষাও কিছুটা আগেই ঢুকতে পারে বলে ইঙ্গিত আবহাওয়াবিদদের।