অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েন নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, দেশের মানুষের এই বিষয়ে সবিস্তারে জানার অধিকার রয়েছে। সেই কারণেই তিনি কেন্দ্রকে সংসদে আলোচনার মঞ্চ খুলে দেওয়ার অনুরোধ করেছেন।
এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের দরবারে পৌঁছতে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাচ্ছে— এটা দেখে আমি আনন্দিত। দেশের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, তৃণমূল তার পাশে থাকবে। প্রতিনিধি দলগুলি ফিরে এলে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য আমি কেন্দ্রকে অনুরোধ জানাচ্ছি।’’
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারতের কড়া প্রতিক্রিয়া এবং অপারেশন সিঁদুরে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংসের ঘটনা বিশ্বজুড়ে চর্চায়। এরই প্রেক্ষিতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছে কেন্দ্র। তৃণমূলের প্রতিনিধি হিসেবে বর্তমানে জাপানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রতিনিধি দলে ইউসুফ পাঠানকে অন্তর্ভুক্ত করায় প্রথমে আপত্তি জানালেও, পরে মমতার পরামর্শেই অভিষেককে দলের তরফে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়। এই প্রসঙ্গে আবারও কেন্দ্রের প্রতি সহযোগিতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে জাতীয় নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন ও কূটনৈতিক বার্তা নিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে সমর্থনের পাশাপাশি আলোচনার দাবিও জোরদার করলেন মমতা।