184
আকাশে মেঘ জমলেও গরমের দাপট কাটছে না। দক্ষিণবঙ্গ জুড়ে এখন চলছে ভ্যাপসা আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তর থেকে দক্ষিণ—সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার তেমন সম্ভাবনা নেই।
আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি থাকবে। তবে এই ঝড়বৃষ্টি তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন আনবে না। গরম ও গুমোট ভাব থেকে আপাতত মুক্তি নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনও আবহাওয়ার এই রূপই বজায় থাকবে।