সন্ত্রাসবাদকে ‘পাগলা কুকুর’ আর পাকিস্তানকে তার ‘লালন পালনকারী’ বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টোকিওতে দাঁড়িয়ে পাকিস্তানের দ্বিচারিতা ও সন্ত্রাস মদত দেওয়ার বিষয়টি কড়া ভাষায় তুলে ধরেন তিনি। কেন্দ্র যে ৩৩টি দেশে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে, তারই অংশ হিসেবে জাপানে রয়েছেন অভিষেক।
তিনি বলেন, “ভারত কখনও মাথানত করবে না। আমরা ভীত নই। পাকিস্তানকে তার ভাষাতেই উত্তর দেওয়া প্রয়োজন। সন্ত্রাস যদি পাগলা কুকুর হয়, পাকিস্তান তাকে বড় করছে। বিশ্বকে একজোট হয়ে এই লালন পালনকারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
এই সফরে অভিষেকরা টোকিওতে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান, ভারতীয় দূতাবাসে গিয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়ায়া এবং নিরাপত্তা প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান তাকাশি এন্ডোর সঙ্গে আলোচনায় উঠে আসে ভারত-জাপান সম্পর্ক ও সন্ত্রাসবাদ দমনের বিষয়। এরপর অভিষেকদের দল সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ায় যাবেন অপারেশন সিঁদুর এবং পহেলগাঁও হামলা নিয়ে ভারতের অবস্থান তুলে ধরতে।