হাওয়া অফিসের পূর্বাভাস মতোই, শনিবার দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায়। কেরলে বর্ষার আগমন, গোয়া-কর্ণাটকে লাল সতর্কতা, মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।
দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন ঘটেছে কেরলে। ভারতের আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, কেরলে বর্ষা আট দিন আগেই পৌঁছেছে। সাধারণত ১ জুন বর্ষার সূচনা হয়, কিন্তু এবার ২৩ মে-তেই মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করেছে। ২০০৯ সালের পর এবারই প্রথম এত আগেভাগে বর্ষা এল।
বর্ষার আগমনের কারণে কেরলের সাতটি জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসন সতর্কতা জারি করেছে। গোয়া ও উপকূলবর্তী কর্নাটকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গোয়ায় ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত গোয়ায় লাল সতর্কতা থাকবে। সমুদ্র উত্তাল থাকবে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কর্ণাটকের উপকূলবর্তী জেলাগুলির মধ্যে দক্ষিণ কন্নড়, উদুপি ও উত্তর কন্নড়ে আগামী কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি ও ৩০-৪০ কিমি গতির দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বেলগাভি, ধারওয়াড়, বেল্লারি, বেঙ্গালুরু শহর ও গ্রামীণ, চিক্কাবল্লাপুর, চামরাজনগর, তুমকুরু-সহ বেশ কয়েকটি জেলায়ও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
বেঙ্গালুরুতে আগামী পাঁচ দিন মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। মুম্বইয়ে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৩ মে শহরে আংশিক মেঘলা আকাশ ছিল, এবং তাপমাত্রা ছিল ২৫ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ২৪ মে-তেও একই পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে IMD। তবে শনিবার থেকে আকাশ সম্পূর্ণ মেঘলা থাকবে এবং টানা তিনদিন ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাব্য জলজট ও যানজটের আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে শহরবাসীকে। ২৮ মে থেকে বৃষ্টি কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, তবে ২৯ মে পর্যন্ত মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।