প্রথম পাতা খবর ‘যদি টিম ইন্ডিয়া-র মতো…’, নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করার ডাক প্রধানমন্ত্রীর

‘যদি টিম ইন্ডিয়া-র মতো…’, নীতি আয়োগের বৈঠকে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করার ডাক প্রধানমন্ত্রীর

218 views
A+A-
Reset

কেন্দ্র-রাজ্যের সমন্বয়েই উন্নয়নের গতি সম্ভব—শনিবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে মোদী বলেন, ‘‘টিম ইন্ডিয়া’র মতো একজোট হয়ে কাজ করলে কোনও লক্ষ্যই অধরা থাকবে না।’’

উন্নয়নকে মানুষের নাগালে আনতে হলে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে চলতে হবে বলে মত দেন মোদী। মহিলাদের আরও বেশি করে এই যাত্রায় শামিল করার পক্ষেও জোর দেন তিনি।

২০২৪ সালে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে পৌঁছতে রাজ্যগুলিকে পর্যটনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান মোদী। বলেন, ‘‘প্রতিটি রাজ্য অন্তত একটি করে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিক।’’

পহেলগামে হামলার পর মুখ্যমন্ত্রীদের সঙ্গে এটাই ছিল মোদীর প্রথম বৈঠক। হাজির ছিলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, তামিলনাড়ুর এমকে স্ট্যালিন, তেলঙ্গনার রেবন্ত রেড্ডি, জম্মু-কাশ্মীরের ওমর আবদুল্লাহ, হিমাচলের সুখবিন্দর সুখু, পাঞ্জাবের ভগবন্ত মান এবং ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পুদুচেরি, কর্নাটক ও কেরালার মুখ্যমন্ত্রীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.