253
‘অপারেশন সিঁদুর’-এর পর গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতিরানি মালহোত্রার গ্রেফতার এবং দেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ভিডিও সামনে আসার ঘটনায় নড়েচড়ে বসল অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। দেশের নিরাপত্তার স্বার্থে বেসরকারি বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিল তারা।
নির্দেশে বলা হয়েছে—
- সেনার বিমানঘাঁটিতে বিমান ওঠানামার সময় সব জানলা বন্ধ রাখতে হবে।
- পাকিস্তান সীমান্ত সংলগ্ন ঘাঁটিতে বিশেষভাবে এই নিয়ম মানা বাধ্যতামূলক।
- যাত্রীদের ভিডিও বা ছবি তুলতে নিরুৎসাহিত করতে হবে কেবিন ক্রুদের।
- কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই নিয়ম থেকে ইমার্জেন্সি উইন্ডোগুলি ছাড় পাবে।
এই নির্দেশ জারির পেছনে কারণ— একাধিক ইউটিউবার বা কন্টেন্ট নির্মাতার ভিডিওতে সামরিক ঘাঁটির দৃশ্য ধরা পড়ে, যা দেশের নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর আশঙ্কা তৈরি করেছে। ‘অপারেশন সিঁদুর’-এর মতো অভিযানের পর এমন নজরদারির প্রয়োজনীয়তা আরও বেড়েছে বলেই মনে করছে ডিজিসিএ।