প্রথমবার দিঘায় আয়োজিত হতে চলেছে জগন্নাথদেবের রথযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দিয়ে এই যাত্রার সূচনা করবেন। এর আগে সোনার ঝাঁটা দিয়ে প্রভুর পথ নিজে পরিষ্কার করবেন তিনি।
দীর্ঘদিন ধরেই দিঘার নতুন জগন্নাথ মন্দির পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এবার সেই মন্দির থেকেই তিনটি পৃথক রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রওনা দেবেন মাসির বাড়ির উদ্দেশে। ওল্ড দিঘার পুরনো মন্দিরকেই মাসির বাড়ি হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
২৭ জুনের এই রথযাত্রাকে ঘিরে ব্যাপক ভিড়ের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর দানকৃত সোনার ঝাঁটা দিয়েই রথের আগে রাস্তা পরিষ্কার হবে, ঠিক পুরীর রীতিতেই। ইসকন সূত্রে খবর, সেই ঝাঁটা মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীই তুলে দিয়েছিলেন ইসকনের হাতে।
দিঘায় এই প্রথম এত বৃহৎ রথ উৎসব, ফলে স্থানীয়রা থেকে পর্যটক— সবার মধ্যেই তীব্র উৎসাহ।