প্রথম পাতা খবর চাকরিহারা শিক্ষকদের মিছিলের আগেই শিয়ালদহে পুলিশের ধরপাকড়, ধর্মতলায় অবরোধের ডাক

চাকরিহারা শিক্ষকদের মিছিলের আগেই শিয়ালদহে পুলিশের ধরপাকড়, ধর্মতলায় অবরোধের ডাক

268 views
A+A-
Reset

শুক্রবার সকালে শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু মিছিল শুরু হওয়ার আগেই জমায়েতে বাধা দেয় পুলিশ। শিয়ালদহে পৌঁছাতেই আন্দোলনকারীদের চারদিক ঘিরে ফেলে পুলিশ বাহিনী। এলাকায় মাইকিং করে জানানো হয়, যেকোনওরকম জমায়েত আইনত অপরাধ, এবং তা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এরপর একের পর এক আন্দোলনকারীকে প্রিজ়ন ভ্যানে তোলা শুরু হয়। অনেক আন্দোলনকারীকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলা হয় বলে অভিযোগ।

শান্তিপূর্ণ মিছিল করতে না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। তাঁরা ঘোষণা করেন, এদিন দুপুরেই ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পথ অবরোধ করবেন। আন্দোলনকারীদের একাংশ ধর্মতলার দিকে রওনা দিলে, সেখানে পৌঁছনোর আগেই ফের ধরপাকড় শুরু করে পুলিশ।

চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের দাবি, তাঁদের সঙ্গে বারবার অন্যায় আচরণ করা হচ্ছে। তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি জানাতে চাইছেন, অথচ প্রশাসন তাতে বারবার বাধা দিচ্ছে। তাঁরা জানান, বিক্ষোভ চলবে এবং প্রয়োজনে আরও বড় কর্মসূচির দিকে এগোবেন তাঁরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.