প্রতীকী ছবি
রাঁচি: আকাশপথে রুদ্ধশ্বাস মুহূর্ত। শকুনের সঙ্গে ধাক্কা লাগায় পাটনা থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি উড়ানকে সোমবার দুপুরে রাঁচি বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হল। উড়ানটিতে ১৭৫ জন যাত্রী ছিলেন। যদিও সৌভাগ্যবশত, সবাই নিরাপদেই রক্ষা পেয়েছেন।
পিটিআই সূত্রে খবর, দুপুর সওয়া ১টা নাগাদ, বিমানটি প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় পৌঁছলে শকুনের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে পাইলট রাঁচি বিমানবন্দরের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। বিমানটি দ্রুত জরুরি অবতরণ করে। রাঁচি বিমানবন্দরের ডিরেক্টর আর আর মৌর্য জানিয়েছেন, ‘‘ঘটনাটি রাঁচির কাছাকাছি আকাশে ঘটেছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।’’
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, উড়ানের যাত্রীরা সুস্থ আছেন। বিমানের গায়ে সামান্য ক্ষতি হয়েছে। ইঞ্জিন পরীক্ষা করে দেখা হচ্ছে, কোনও বড় ক্ষতি হয়েছে কি না। বিমানটি মূলত পাটনা থেকে কলকাতা আসছিল। সেই পথেই মাঝ আকাশে এই বিপত্তি।