পহেলগাঁও জঙ্গি হামলা ও ভারতীয় সেনার প্রত্যাঘাতের প্রেক্ষিতে সেনার পরাক্রমকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলতে ছাড়লেন না। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ ছিল। ভারত সরকার আরও সক্রিয় ভূমিকা নিক।”
মুখ্যমন্ত্রী বলেন, “পহেলগাঁও হামলায় ২৬ জন নিরীহের মৃত্যু দুর্ভাগ্যজনক। সেনা যথাযথ জবাব দিয়েছে। তাদের শ্রদ্ধা জানাই।” সঙ্গে পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে বিজেপিকেও বিঁধলেন তিনি— “নির্বাচনের আগে পুলওয়ামা! যেন সেটাই রীতি হয়ে দাঁড়ায়।”
এই মন্তব্যে বিধানসভায় বিতর্ক ছড়ায়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে কথাকাটাকাটি হয় মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, “ফ্যাশনের কথা বললে শুনব। কিন্তু রাজনীতি শেখাবেন না। দু’দিনের রাজনীতি করছেন। সব কীর্তি আমার জানা।”