আজ, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চরম ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের দক্ষিণে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়।
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হুগলির কিছু অংশে বিকেল থেকেই বৃষ্টির দাপট বেড়েছে। আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ২৪ ঘণ্টার মধ্যে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে, যা ‘চরম ভারী’ বৃষ্টির আওতায় পড়ে।
পাশাপাশি, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, বীরভূম ও পূর্ব বর্ধমানেও আজ ‘অতি ভারী’ বৃষ্টির (৭–২০ সেমি) পূর্বাভাস দিয়েছে আলিপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির (৭–১১ সেমি) সম্ভাবনা আছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। নদী সংলগ্ন ও নীচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনকে।