প্রথম পাতা খবর ভারতীয়দের জন্য আকাশপথ খুলল ইরান, আজ রাতে দিল্লিতে ফিরছে প্রথম দফার পড়ুয়ারা

ভারতীয়দের জন্য আকাশপথ খুলল ইরান, আজ রাতে দিল্লিতে ফিরছে প্রথম দফার পড়ুয়ারা

196 views
A+A-
Reset

নিজেদের আকাশপথ শুধুমাত্র ভারতের উদ্ধারকারী বিমানের জন্য খুলে দিয়েছে ইরান। চলতি ‘অপারেশন সিন্ধু’র অংশ হিসেবে আগামী দুই দিনে ইরান থেকে অন্তত ১,০০০ ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

প্রথম উদ্ধারকারী বিমান আজ রাত ১১টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। শনিবার সকালে ও সন্ধ্যায় আরও দু’টি বিশেষ বিমান দিল্লিতে এসে পৌঁছবে।

ইরান-ইজরায়েলের চলমান সংঘর্ষের কারণে ইরানের আকাশপথ বেশিরভাগ আন্তর্জাতিক উড়ানের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে ভারতকে বিশেষ করিডর দেওয়া হয়েছে যাতে ওই দেশ থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার সম্ভব হয়।

বুধবার ভারত সরকার ‘অপারেশন সিন্ধু’ ঘোষণা করে। ইরানের উত্তরে অবস্থানরত ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইতিমধ্যেই সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ১৮ জুন দুপুর ২:৫৫-এ বিশেষ বিমানে তাঁরা দিল্লিতে পৌঁছন ১৯ জুন ভোরে।

এই পড়ুয়ারা ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের উর্মিয়া মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন। ওই অঞ্চলেই সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও সেনা চলাচলের খবর মিলেছে।

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ভারতীয় নাগরিকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইরান ও আর্মেনিয়া সরকারকে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই।”

উল্লেখ্য, বর্তমানে ইরানে ৪,০০০-র বেশি ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁদের অর্ধেকই পড়ুয়া।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.