প্রথম পাতা খবর কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় চার মূল অভিযুক্ত গ্রেফতার

কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় চার মূল অভিযুক্ত গ্রেফতার

181 views
A+A-
Reset

নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় চার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সমাজমাধ্যমে জানানো হয়েছে, ধৃতরা হল আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে।

সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনার মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, বিজয়মিছিল থেকে সিপিএম কর্মীর বাড়ির উদ্দেশে ছোড়া বোমার আঘাতে প্রাণ হারায় ১০ বছরের তামান্না। নিহতের পরিবারের দাবি, দোষীরা সকলেই তৃণমূলের সমর্থক।

ঘটনার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে রক্তাক্ত রাজনীতির অভিযোগ তুলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের দ্রুত শাস্তির নির্দেশ দেন। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

পুলিশ সূত্রে খবর, এই অঞ্চলে ২০২৩ সাল থেকে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্টের পর বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.