প্রথম পাতা খবর দিঘায় প্রথম রথযাত্রা, আজই পৌঁছবেন মুখ্যমন্ত্রী

দিঘায় প্রথম রথযাত্রা, আজই পৌঁছবেন মুখ্যমন্ত্রী

183 views
A+A-
Reset

সৈকত শহর দিঘায় এবছর প্রথমবার আয়োজিত হতে চলেছে জগন্নাথদেবের রথযাত্রা, আর তারই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক নিরাপত্তা থেকে শুরু করে ভক্তদের অংশগ্রহণ—সব মিলিয়ে এই রথযাত্রা ঘিরে তৈরি হয়েছে বিপুল আগ্রহ।

রথযাত্রার মূল দিন ২৭ জুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই পৌঁছবেন দিঘায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার তিনি উপস্থিত থাকতে পারেন জগন্নাথ মন্দিরের ‘নেত্র উৎসবে’। তবে সফরসূচিতে সামান্য পরিবর্তন হয়েছে বলেই জানিয়েছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

ইতিমধ্যেই নবনির্মিত জগন্নাথ মন্দিরে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত ৩০ লক্ষের বেশি মানুষ ভক্তিসহকারে মন্দির দর্শন করেছেন। রথের দিন দুই লক্ষের বেশি মানুষের সমাগমের আশঙ্কা করছে প্রশাসন। নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে দিঘা পরিদর্শন করেছেন। তৈরি হচ্ছে চারটি ওয়াচ টাওয়ার, বসানো হয়েছে বহু সিসিটিভি ক্যামেরা।

হোটেলগুলিতে জায়গা নেই বললেই চলে। জেলাশাসক ইতিমধ্যেই হোটেলগুলিতে রুমভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিশেষ আকর্ষণ হিসেবে মুখ্যমন্ত্রী নিজে সোনার ঝাঁটা দিয়ে রথের সূচনা করবেন। এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ গড়াবে নবনির্মিত মন্দির থেকে পুরনো মন্দিরে— অর্থাৎ মাসির বাড়িতে। দূরত্ব প্রায় এক কিলোমিটার।

ভক্তদের জন্য রথে দেওয়া হয়েছে লম্বা রশি। রথ টানার পরীক্ষাও করা হয়েছে দুই দফায়। রথ বাঁক নিতে যাতে সমস্যা না হয়, তার জন্য মূল গেটের পরিবর্তে দক্ষিণ দিকের গেট দিয়ে রথ টানা হবে ১১৬-বি জাতীয় সড়ক ধরে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.