মধ্য রাতে কলকাতার ভবানীপুরে অগ্নিকাণ্ড। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেণীনন্দন স্ট্রিটে পুলিশ হাসপাতালের কাছে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ভবানীপুর থানার পুলিশ ও পরে দমকলের একটি ইঞ্জিন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি গাছে আগুন দেখা যায়। সেখান থেকে তা ছড়িয়ে পড়ে কাছাকাছি একটি বাড়িতে। মুহূর্তে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে পুড়ে যাওয়ার গন্ধ। আতঙ্কে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। কাছের একটি হোটেলের কর্মী ও অতিথিরাও আগুন নেভাতে এগিয়ে আসেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, দমকলকে দ্রুত খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। এই দেরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।
পুলিশ ও দমকল সূত্রের প্রাথমিক অনুমান, কেবল লাইনের তারের সঙ্গে ইন্টারনেটের তার জড়িয়ে গিয়ে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, রথযাত্রার সূচনায় অংশ নিতে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দিঘায় রয়েছেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে দিঘায় রাতেই খবর পাঠানো হয়েছে।