প্রথম পাতা খবর হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবশেষে প্রকাশিত হল ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট

হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবশেষে প্রকাশিত হল ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট

146 views
A+A-
Reset

রাজ্যের ডিএ ইস্যুতে নয়া মোড়। ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে সাফ জানিয়ে দেওয়া হল, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। রাজ্য সরকার তার আর্থিক সামর্থ্য অনুযায়ী ডিএ দিতে পারে। অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিশনের এই সুপারিশ সামনে আসতেই ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

প্রসঙ্গত, এই রিপোর্ট ২০১৫ সালেই তৈরি হয়েছিল। তবে তা চ্যালেঞ্জ করা হয়েছিল কলকাতা হাই কোর্টে। হাই কোর্টের নির্দেশে এবার জনসমক্ষে আনা হল রিপোর্ট। এই রিপোর্টের সঙ্গে ২০০৯-২০১৯ সময়কালের বকেয়া ডিএর কোনও যোগ নেই, যা পঞ্চম পে কমিশনের আওতায়। সুপ্রিম কোর্ট সেই বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সম্প্রতি।

রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রের মতো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) মেনে চলার দরকার নেই। রাজ্য নিজস্ব তহবিল বুঝে সময় মতো ডিএ দিতে পারে।

এই মন্তব্যে ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়ের তীব্র প্রতিক্রিয়া, “অভিরূপ সরকার নিজে কেন্দ্রীয় হারে ডিএ পেয়েছেন, এখন কেন্দ্রীয় ডিয়ারনেস রিলিফ পান। আর আজ বলছেন, কনজিউমার প্রাইস ইনডেক্সের দরকার নেই! রাজ্যকে বাঁচাতে এই রিপোর্ট বানানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

সরকারি কর্মীদের একাংশ মনে করছেন, এই রিপোর্টকে ঢাল করেই রাজ্য সরকার ডিএ না দেওয়ার পথে হাঁটবে। ডিএ নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মাঝেই এই রিপোর্ট সামনে আসায় ফের জোরদার আন্দোলনের ইঙ্গিত মিলছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.