উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে উল্টে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১০ জন। গুরুতর আহত আরও কয়েক জনকে উদ্ধার করা হয়েছে।
রুদ্রপ্রয়াগ জেলার ঘোলতির এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের নিচে নদীতে পড়ে যায় বলে প্রাথমিক অনুমান পুলিশের। বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন।
গাড়োয়াল কমিশনার বিজয়শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, অলকানন্দার প্রবল স্রোত ও দুর্গম পাহাড়ি এলাকা উদ্ধারকার্যে বাধা সৃষ্টি করছে। ইতিমধ্যে সাত জনকে নদী থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, বাসটি বদ্রীনাথের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার সময় সেটি পাহাড়ি পথে উপরের দিকে উঠছিল। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ।