আরজি কর হাসপাতালের ভয়াবহ নির্যাতন ও হত্যাকাণ্ডে অভিযুক্তের সাজা ঘোষণা হলেও, ঘটনার স্থান স্বচক্ষে দেখতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিত তরুণী চিকিৎসকের বাবা-মা। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে তাঁরা শিয়ালদহ আদালতের কাছে আবেদন জানাতে পারেন। একই সঙ্গে হাই কোর্ট জানিয়েছে, শিয়ালদহ আদালতকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।
নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ় এডুলজি জানান, কেন্দ্রীয় বাহিনীর পাহারায় থাকা আরজি কর হাসপাতালের নির্দিষ্ট স্থানটি দেখতে চাওয়া তাঁদের আবেগ ও সত্য জানার প্রয়াস। তবে রাজ্যের আইনজীবী এই আবেদনের পেছনে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার-চেষ্টার ইঙ্গিত দিয়েছেন।
এ নিয়ে বিচারপতি বলেন, রাজ্য চাইলে নিম্ন আদালতের শুনানিতে নিজেদের মতামত জানাতে পারে। ইতিমধ্যেই তদন্তকারী সংস্থা সিবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরিবারের ঘটনাস্থল পরিদর্শনে তাদের কোনও আপত্তি নেই।
প্রসঙ্গত, ২০২3 সালের অগস্টে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত হন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআইয়ের তদন্তে তাঁর বিরুদ্ধে প্রমাণ মেলায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় শিয়ালদহ আদালত।