প্রথম পাতা খবর “নতুন মুখ্যমন্ত্রী পাবে বিহার” — ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের, নিশানায় নীতীশ কুমার

“নতুন মুখ্যমন্ত্রী পাবে বিহার” — ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের, নিশানায় নীতীশ কুমার

209 views
A+A-
Reset

চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই ফের বড়সড় রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে ভোটকুশলী তথা জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, এবারের নির্বাচনের পর নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী থাকবেন না। বিহার পাবে নতুন মুখ্যমন্ত্রী।

প্রশান্ত কিশোরের দাবি, রাজ্যের প্রায় ৬০ শতাংশ মানুষ পরিবর্তন চাইছেন। তিনি বলেন, নীতীশ কুমার এখন কাজ করার মতো শারীরিক ও মানসিক অবস্থায় নেই। মঞ্চে বসে প্রধানমন্ত্রীকে চিনতে পারছেন না, জাতীয় সঙ্গীত চলার সময় বিভ্রান্ত হচ্ছেন। এমন অবস্থায় তিনি বিহার চালাবেন কীভাবে?

জেডিইউ ও তাদের জোটসঙ্গীদের ভবিষ্যৎ নিয়েও কটাক্ষ করেছেন পিকে। তিনি বলেন, ২৪৩ আসনের বিহারে এবার জেডিইউ এককভাবে ২৫টিরও কম আসন পাবে। আর যদি তা না হয়, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সেই সঙ্গে দাবি করেন, নীতীশ ও তাঁর জোট নয়, এবারের নির্বাচনে বিহারে ক্ষমতায় আসতে চলেছে তৃতীয় শক্তি।

নিজের দল ‘জন সূরজ’-এর প্রসঙ্গেও মুখ খোলেন প্রশান্ত কিশোর। বলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নন। দল গঠন করেছেন বিহারের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে। তাঁর কথায়, জন সূরজ তাঁর ব্যক্তিগত সম্পত্তি নয়, তিনি রাজ্য সভাপতি বা জাতীয় সভাপতি হিসেবেও নিজেকে তুলে ধরেননি।

এবার নির্বাচনে বিহারের সবকটি আসনে প্রার্থী দেবে জন সূরজ। পিকে জানিয়েছেন, তাঁদের দলের ৫০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দাঁড় করানো হবে।

বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোরের এই মন্তব্য নিঃসন্দেহে বড় বার্তা। রাজ্যে যে পরিবর্তনের হাওয়া বইছে, তা আরও একবার বোঝালেন তিনি নিজেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.