বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা ‘নিবিড়ভাবে’ সংশোধনের সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলা যায় না। তবে সময় নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি শুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, নির্বাচন কমিশনের পদক্ষেপ সংবিধানের আওতায় পড়ে এবং যুক্তিযুক্ত হলেও ভোটের ঠিক আগে এই প্রক্রিয়া শুরু করায় কিছু সমস্যা তৈরি হচ্ছে।
বিচারপতিরা বলেন, “নিবিড় তালিকা সংশোধনে ভুল নেই। কিন্তু ভোটের কয়েক মাস আগে কেন এই সিদ্ধান্ত?” বিচারপতি ধুলিয়া আরও বলেন, “যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে, তাঁরা নির্বাচনের আগে নিজেদের পক্ষে যুক্তি দেওয়ার সুযোগ পাবেন না। ভোটের আগে তালিকা চূড়ান্ত হলে, আদালতের পক্ষে তাতে হস্তক্ষেপ করা আর সম্ভব নয়।”
আদালত এই প্রক্রিয়াকে গণতন্ত্রের মূলে থাকা গুরুত্বপূর্ণ ইস্যু বলে মন্তব্য করে জানায়, “আবেদনকারীরা শুধু নির্বাচন কমিশনের ক্ষমতাকেই নয়, প্রক্রিয়াটাকেই চ্যালেঞ্জ করছে।”
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এবার শুধু আধার বা প্যান নয়, বৈধ ভোটার হিসেবে নিজেকে প্রমাণ করতে জন্ম প্রমাণপত্র, এমনকি মা-বাবার জন্মপ্রমাণও জমা দিতে হবে। কমিশনের মতে, ২০০৩ সালের পরে এই প্রথম এমন নিবিড় সংশোধন হচ্ছে। নতুন ভোটার, মৃত ভোটার এবং অবৈধ বাসিন্দাদের তালিকা থেকে বাদ দিতেই এই সিদ্ধান্ত।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস, আরজেডি-সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন। শুনানি চলবে পরবর্তী দিনে।