অহমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইট দুর্ঘটনায় নতুন তথ্য প্রকাশ করল এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ১২ জুনের ঘটনায় বিমানের দুই ইঞ্জিনই রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। ১৫ পাতার রিপোর্টে জানা গিয়েছে, এক ইঞ্জিন চালু হলেও দ্বিতীয় ইঞ্জিন আর চালানো যায়নি। ফলে বিমানটি পাশের একটি বহুতলে ধাক্কা মেরে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই বিস্ফোরণে মৃত্যু হয় ২৬০ জনের। মাত্র একজন যাত্রী প্রাণে বাঁচেন।
তদন্তে উঠে এসেছে, জ্বালানির সুইচ আচমকা ‘রান’ থেকে ‘কাটঅফ’-এ চলে যায়। ককপিটের অডিও রেকর্ডিংয়ে এক পাইলট অপরকে জিজ্ঞেস করেন, “তুমি বন্ধ করেছ কেন?” জবাব আসে, “আমি করিনি।” পরিস্থিতি সামাল দিতে ‘রাম এয়ার টার্বাইন’ চালু করা হয়, কিন্তু লাভ হয়নি।
ব্ল্যাক বক্সে দেখা গেছে, থ্রাস্ট লিভারগুলি ঠিকঠাক কাজ করছিল। তবে পরে তা নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া যায়, যা ইলেকট্রনিক গোলমালের ইঙ্গিত। জ্বালানি বা ওজনজনিত কোনও সমস্যা ছিল না। পাখির ধাক্কা বা খারাপ আবহাওয়ার সম্ভাবনাও নেই। দুই পাইলটই ছিলেন সুস্থ ও বিশ্রামপ্রাপ্ত। অন্তর্ঘাতের কোনও প্রমাণ নেই, তবে জ্বালানি সুইচে সমস্যা নিয়ে এফএএ আগেই সতর্ক করেছিল। সেই নির্দেশ মেনে ব্যবস্থা নেয়নি এয়ার ইন্ডিয়া।