পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে কাশ্মীরে ঘুরতে যাওয়া নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে এবার প্রবল বিতর্ক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে না যাওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে জড়ানো শুভেন্দুকে এবার একহাত নিল কাশ্মীর বিজেপি-সহ ন্যাশনাল কনফারেন্স।
জম্মু ও কাশ্মীর বিজেপির প্রাক্তন সভাপতি রবীন্দ্র রায়না কটাক্ষ করে বলেন, “কাশ্মীরের জনগণই পর্যটকদের আশ্রয় দিয়েছেন, তাদের বাঁচিয়েছেন। দেশপ্রেমে ভরপুর কাশ্মীরের মানুষ। হাজার হাজার যুবক দেশের জন্য শহিদ হয়েছেন। যারা এই ভূমি সম্পর্কে এমন মন্তব্য করেন, তাঁদের এখানে এসে কাশ্মীরিদের দেশপ্রেম ও জাতীয়তাবাদ চোখে দেখা উচিত।”
শুধু বিজেপিই নয়, শুভেন্দুর মন্তব্যের নিন্দায় সরব ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স। দলের মুখপাত্র তানভির সিদ্দিক এক্স হ্যান্ডলে লিখেছেন, “এটা অত্যন্ত লজ্জাজনক। যখন সারা দেশ কাশ্মীরের পাশে দাঁড়িয়েছে, তখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এমন সাম্প্রদায়িক মন্তব্য করছেন, যা ঘৃণা ছড়াচ্ছে।”
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওমর আবদুল্লা—দুজনেই বাংলার মানুষকে নিশ্চিন্তে কাশ্মীর ভ্রমণের বার্তা দেন। সেই আবহেই শুভেন্দু অধিকারী বলেন, “কাশ্মীরে নয়, জম্মুতে যান। যেখানে মুসলিম বেশি, সেখানে না যাওয়াই ভালো।” তাঁর এই মন্তব্যেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়।