149
আজ, সোমবার ফের দক্ষিণবঙ্গের আকাশে নিম্নচাপ। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের উপর বিস্তৃত হওয়ায় রবিবার থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি।
আজ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।