প্রথম পাতা খবর অহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্টে যান্ত্রিক ত্রুটির প্রমাণ মেলেনি, দাবি এয়ার ইন্ডিয়ার

অহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্টে যান্ত্রিক ত্রুটির প্রমাণ মেলেনি, দাবি এয়ার ইন্ডিয়ার

144 views
A+A-
Reset

অহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়া ১৭১ দুর্ঘটনার সঙ্গে কোনও যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণ সমস্যা পাওয়া যায়নি। সোমবার এমনই দাবি করলেন এয়ারলাইনের সিইও ক্যাম্পবেল উইলসন। এ দিন এক বার্তায় কর্মীদের উদ্দেশে তিনি জানান, বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তে কোনো যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ত্রুটির প্রমাণ মেলেনি। এই তথ্য বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB)-এর প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে।

সিইওর বার্তায় বলা হয়, বিমানটির সমস্ত রুটিন রক্ষণাবেক্ষণ কাজ যথাযথভাবে সম্পন্ন করা হয়েছিল। জ্বালানির গুণমানেও কোনো সমস্যা পাওয়া যায়নি এবং বিমান ছাড়ার সময়ও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

তিনি আরও জানান, উড়ান শুরুর আগে দুই পাইলটই নিয়মমাফিক ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং তাঁদের স্বাস্থ্য সম্পর্কেও কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।

উইলসন বলেন, “দুর্ঘটনার কয়েক দিনের মধ্যেই ডিজিসিএ-র তত্ত্বাবধানে আমাদের বহরে থাকা প্রতিটি বোয়িং ৭৮৭ বিমান পরীক্ষা করা হয় এবং সবকটিই উড়ানের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়।”

তিনি কর্মীদের উদ্দেশে আহ্বান জানান, “এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে না পৌঁছনোই উচিত। কারণ তদন্ত এখনো চলছে এবং প্রাথমিক রিপোর্টে কোনো কারণ বা সুপারিশ উল্লেখ করা হয়নি। তাই কোনো জল্পনায় কান না দিয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে মূল লক্ষ্যের দিকে।”

উইলসনের কথায়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুজব ও চাঞ্চল্যকর শিরোনাম ঘুরে বেড়াবে, কিন্তু তাতে প্রভাবিত না হয়ে এয়ার ইন্ডিয়ার গত তিন বছরের রূপান্তরের মূল মূল্যবোধগুলির প্রতি অনুগত থাকা জরুরি—সততা, উৎকর্ষতা, গ্রাহককেন্দ্রিকতা, উদ্ভাবন এবং দলগত কাজ।

তিনি এয়ার ইন্ডিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সংহতভাবে কাজ করার উপর জোর দিতে। তাঁর কথায়, “আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত—বিধ্বস্ত পরিবারগুলির পাশে থাকা, দলগতভাবে কাজ করে যাওয়া এবং বিশ্বজুড়ে আমাদের যাত্রীদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য বিমান পরিষেবা বজায় রাখা”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.