প্রথম পাতা খবর ডিভিসির জল ছাড়ায় খানাকুলে প্লাবনের আশঙ্কা, জলমগ্ন বহু গ্রাম

ডিভিসির জল ছাড়ায় খানাকুলে প্লাবনের আশঙ্কা, জলমগ্ন বহু গ্রাম

143 views
A+A-
Reset

অবিরাম বৃষ্টি এবং ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়ায় রূপনারায়ণ তীরবর্তী খানাকুলের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই খানাকুল ২ নম্বর ব্লকের অন্তত ২০-২২টি গ্রাম জলমগ্ন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রাজহাটি, মাড়োখানা, পানশিউলি, হানুয়া, জগৎপুর, শাবলসিংহপুর, ঢলডাঙা ও সুন্দরপুর।

নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বহু গ্রামে রাস্তা ডুবে গেছে, হাঁটু সমান জলে যাতায়াত করতে হচ্ছে নৌকোয়। রাজহাটি–পানশিউলি ও গড়েরঘাট–আরামবাগ রুটে যান চলাচল ব্যাহত। পানশিউলি-নন্দনপুর পিচ রাস্তার উপরেও জল জমে আছে। শাবলসিংহপুর ফুটবল মাঠে চলছে নৌকা।

সেচ দপ্তর সূত্রে জানা গেছে, ডিভিসির জল দ্বারকেশ্বর ও মুণ্ডেশ্বরী হয়ে রূপনারায়ণে গিয়ে পড়ায় নদীর জল বাড়ছে। জোয়ারের সময়ে জল কূল ছাপিয়ে ঢুকছে নিচু গ্রামগুলোতে। যদিও এখনও বাড়িঘরে জল না ঢুকলেও আশঙ্কায় দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.