প্রতীকী ছবি
শেষমেশ আশঙ্কাই সত্যি হল। ১৯ জুলাই ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে হওয়ার কথা ছিল কলকাতা লিগের বহু প্রতীক্ষিত ডার্বি। কিন্তু সেই ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে গেল। নতুন সূচি অনুযায়ী, ডার্বি হবে ২৬ জুলাই। খেলা আগের মতোই কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে আইএফএ’র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নদিয়া জেলা পুলিশের সঙ্গে আলোচনার পর দুই পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, “দর্শকদের টিকিট সংগ্রহের সুবিধার্থে ডার্বি পিছিয়ে ২৬ জুলাই করা হয়েছে।”
১৯ জুলাই ম্যাচ আয়োজনের বিষয়ে পুলিশের আপত্তি ছিল। আইএফএ’কে পাঠানো চিঠিতে পুলিশ জানিয়েছে, কল্যাণী স্টেডিয়ামে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রথমত, মাঠে নেই পর্যাপ্ত ফেন্সিং। দ্বিতীয়ত, ডার্বির মতো বড় ম্যাচের জন্য প্রয়োজনীয় পার্কিং ব্যবস্থাও নেই সেখানে। এই কারণেই নির্ধারিত দিনে ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানায় পুলিশ।
কল্যাণী স্টেডিয়ামে ডার্বি আয়োজন নিয়ে এর আগেও বিতর্ক হয়েছিল। মূল আপত্তির কেন্দ্রেই ছিল নিরাপত্তা। দু’দলের বিশাল সমর্থকগোষ্ঠী এবং উত্তেজনার কথা মাথায় রেখেই পুলিশের এই সতর্কতা। তবে আইএফএ জানিয়ে দিয়েছে, নির্ধারিত ভেনু বদলানো হবে না—২৬ জুলাই কল্যাণীতেই ডার্বি হবে।