২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা তৈরি হল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসিসি) আগামী ২৪ জুলাই ঢাকায় নির্ধারিত বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারতসহ একাধিক দেশ। কূটনৈতিক টানাপোড়েনের জেরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এই সভায় অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
সূত্রের খবর, বিসিসিআই-এর পক্ষ থেকে এএসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভিকে জানানো হয়েছে, ঢাকায় বৈঠক হলে তারা তাতে অংশ নেবে না। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতিই এই সিদ্ধান্তের কারণ।
শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডও নাকি একই কারণে ঢাকায় সভায় অনুপস্থিত থাকবে বলে জানিয়েছে সূত্র। তবু এএসিসি চেয়ারম্যান নকভি ঢাকাতেই সভা করার পক্ষে অনড় রয়েছেন।
এএসিসি-র গঠনতন্ত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলির উপস্থিতি ছাড়া কোনও সিদ্ধান্ত বৈধ বলে বিবেচিত হবে না। ফলে সভা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সেপ্টেম্বর মাসে সম্ভাব্য এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
সূত্রের আরও দাবি, নকভির ঢাকায় সভা রাখার জেদকে ভারতকে চাপের মুখে ফেলার কৌশল হিসেবেই দেখছে অনেকেই। সভার নির্ধারিত দিন আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এএসিসি এখনও পর্যন্ত স্থানের পরিবর্তন নিয়ে কোনও ঘোষণা করেনি। এর ফলে টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মধ্যে।