বৃহস্পতিবার ভোররাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। এই জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।
কলকাতা-সহ বাকি জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। শনিবার হাওড়া, হুগলি, বর্ধমান-সহ আরও বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবারও ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বজায় থাকবে ভারী বর্ষণের সম্ভাবনা।
অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। তবে শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার ওই জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।