107
শিয়ালদহ শাখায় ফের একাধিক লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। দমদম জংশনে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজের কারণে শনিবার ও রবিবার বাতিল করা হচ্ছে বহু লোকাল ট্রেন। একইসঙ্গে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো ও সময়সূচিতে পরিবর্তন আনছে রেল। পূর্ব রেল জানিয়েছে, শনিবার প্রায় সাত ঘণ্টা কাজ চলবে দমদম স্টেশনে।
বাতিলের তালিকায় রয়েছে:
- ২৬ জুলাই:
- আপ 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল
- ডাউন 32252 ডানকুনি-শিয়ালদহ লোকাল
- ২৭ জুলাই:
- শিয়ালদহ-হাবড়া: আপ 33653 / ডাউন 33654
- শিয়ালদহ-দত্তপুকুর: ডাউন 33612
- শিয়ালদহ-বনগাঁ: আপ 33817 / ডাউন 33824
- শিয়ালদহ-বারাসাত: আপ 33431 / ডাউন 33432
- শিয়ালদহ-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219 / ডাউন 32212, 32214, 32216, 32218, 32220
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িক এই অসুবিধা ভবিষ্যতের পরিষেবা উন্নয়নের জন্য জরুরি। যদিও সম্প্রতি বারবার লোকাল ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের ক্ষোভ বাড়ছে। তবে সপ্তাহান্তে অফিস যাত্রী তুলনামূলক ভাবে কম থাকায় কিছুটা হলেও দুর্ভোগ এড়ানো যেতে পারে বলে মনে করা হচ্ছে।