প্রথম পাতা খেলা মরসুমের প্রথম কলকাতা ডার্বি জিতে নিল ইস্টবেঙ্গল

মরসুমের প্রথম কলকাতা ডার্বি জিতে নিল ইস্টবেঙ্গল

131 views
A+A-
Reset

কল্যাণী স্টেডিয়ামে কলকাতা লিগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৩-২ গোলে হারাল লাল-হলুদ। ম্যাচে দু’গোলে পিছিয়ে পড়েও সমতা ফেরাতে সক্ষম হয় সবুজ-মেরুন, কিন্তু জয় অধরাই থাকে তাদের কাছে। উল্টোদিকে ইস্টবেঙ্গল আরও বড় ব্যবধানে জিততে পারত, যদি সহজ সুযোগগুলি কাজে লাগানো যেত।

ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন অধিনায়ক জেসিন টিকে, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং ডেভিড লালানসাঙ্গা। মোহনবাগানের পক্ষে স্কোর করেন লিয়ন কাস্টানহা ও কিয়ান নাসিরি।

প্রথমার্ধে ইস্টবেঙ্গল ছিল অনেক বেশি প্রভাবশালী। ৯ মিনিটেই জেসিনের গোলে লিড নেয় তারা। মধ্যবর্তী সময়ে দুই দলের মধ্যে উত্তেজনা বাড়ে। ডেভিড ও সন্দীপ মালিকের মধ্যে ধাক্কাধাক্কি হয়, পরে তা বড় ঝামেলার রূপ নেয়। বিরতির ঠিক আগে আরও একটি গোল করে ইস্টবেঙ্গল, গোলদাতা সায়ন।

দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চেহারা। একের পর এক আক্রমণে চাপে ফেলে মোহনবাগান। ৫৫ মিনিটে কাস্টানহার গোল এবং ৬৭ মিনিটে কিয়ানের হেডে সমতা ফেরায় তারা। কিন্তু তৃতীয় গোল খেয়ে বসে মাত্র দু’মিনিট পরই। ডান দিক থেকে আমনের পাস থেকে হেডে গোল করেন ডেভিড।

শেষ দিকে আরও সুযোগ পেয়েছিল দুই দলই। একবার একদম ফাঁকা গোল লক্ষ্য করে বল মারেন ডেভিড, কিন্তু সেটা পোস্টের উপর দিয়ে উড়ে যায়। ম্যাচের শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের আমন খারাপ ট্যাকলের জন্য লাল কার্ড দেখেন। তা সত্ত্বেও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লাল-হলুদ শিবির।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.