প্রথম পাতা খবর বিহারে নির্বাচন কমিশনের সমীক্ষা মামলা: সুপ্রিম কোর্টে তৃণমূলের পর এ বার যোগ দিতে চায় রাজ্য সরকার

বিহারে নির্বাচন কমিশনের সমীক্ষা মামলা: সুপ্রিম কোর্টে তৃণমূলের পর এ বার যোগ দিতে চায় রাজ্য সরকার

154 views
A+A-
Reset

বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা (SIR) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে প্রথম গিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এ বার সেই মামলায় পক্ষভুক্ত হতে চায় পশ্চিমবঙ্গ সরকারও।

রাজ্যের তরফে ইতিমধ্যেই শীর্ষ আদালতে একটি আবেদন জানানো হয়েছে। রাজ্যের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। সূত্রের খবর, বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে আগামী ১২ ও ১৩ আগস্ট এই মামলার শুনানি হতে পারে।

ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য সরকার এখন অনেকটাই আত্মবিশ্বাসী। কারণ, এসএসসি ও ওবিসি মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেয়েছে তারা। পাশাপাশি, বাংলায় কমিশনের তরফে ২০০২ সালের পুরনো ভোটার তালিকা প্রকাশ করে বিহারের আদলেই SIR শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।

কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যেই ১০৯টি বিধানসভা কেন্দ্রের পুরনো ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে বাংলায়ও বিহারের মতো সমীক্ষা শুরুর জমি তৈরি হচ্ছে বলে মনে করছে রাজ্য সরকার।

এই অবস্থায়, কমিশন যদি হঠাৎ বাংলায় এসআইআর ঘোষণা করে, তবে আগেভাগেই আইনি প্রস্তুতি নিয়ে রাখতে চায় নবান্ন। তাই ভবিষ্যতের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে এখনই কমিশনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিক ভাবে মাঠে নামল রাজ্য সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.