দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর। অবশেষে ঘূর্ণাবর্ত সরছে দক্ষিণবঙ্গ থেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ ক্রমশ কমবে। তবে শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে একই পূর্বাভাস। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর কোনও আবহাওয়ার সতর্কতা নেই।
উত্তরবঙ্গে দুর্যোগের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুরে শনি, রবি ও মঙ্গলবার এবং দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে মালদহেও। দার্জিলিং-সহ পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, ঘূর্ণাবর্ত এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পুরুলিয়া ও কাঁথি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবেই দক্ষিণে বৃষ্টি কমছে এবং উত্তরে দুর্যোগের আশঙ্কা বাড়ছে।