প্রথম পাতা খবর কলকাতার বন্ডেলগেটে দেজ মেডিক্যালের ওষুধের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

কলকাতার বন্ডেলগেটে দেজ মেডিক্যালের ওষুধের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

177 views
A+A-
Reset

আবারও আগুন কলকাতায়। শনিবার বিকেলে বন্ডেলগেটের দেজ মেডিক্যালের ওষুধ তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল পাঁচটা নাগাদ আচমকা কারখানায় আগুন লাগে। মুহূর্তে দাউদাউ করে জ্বলতে থাকে পুরো এলাকা। চারিদিক ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়।

দমকল সূত্রে জানা গিয়েছে, শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান। আগুনের খবর পেয়ে দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকলের ১১টি ইঞ্জিন।

চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, কারণ কারখানার ভিতরে বিপুল পরিমাণ রাসায়নিক মজুত ছিল। তার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। ঘটনাস্থল সংলগ্ন এলাকায় রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবাসিক এলাকায় এই কারখানাটি অবস্থিত হওয়ায় আতঙ্ক আরও বেড়েছে। দমকল কর্মীরা আশপাশের বহুতলের ছাদে উঠে জল ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.