সোমবার রাজ্যের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। গত ১৬ মে আদালতের নির্দেশে বলা হয়েছিল, ছ’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। কিন্তু সেই সময়সীমার মধ্যে অর্থ না মেটাতে পারায় রাজ্য এখন আদালতের কাছে আরও ছ’মাস সময় চেয়ে আবেদন জানিয়েছে। এই আবেদনের ভিত্তিতেই চূড়ান্ত শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে।
রাজ্যের দাবি, বর্তমান আর্থিক সংকটে পড়ে এককালীন প্রায় ১০ হাজার ৪২৫ কোটি টাকা দেওয়া সম্ভব নয়। এই টাকা মেটাতে হলে কেন্দ্রের অনুমতি নিয়ে ঋণ নিতে হবে, যা সময়সাপেক্ষ। রাজ্যের বক্তব্য, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি আর্থিক কাঠামো আলাদা হওয়ায় ডিএ বাধ্যতামূলক নয়, বরং এটি ঐচ্ছিক। তাই কেন্দ্রের হারে ডিএ দিতে তারা বাধ্য নয়।
এছাড়াও রাজ্য আদালতে জানিয়েছে, তারা ROPA 2009 অনুযায়ী নিজস্ব নিয়মে ডিএ নির্ধারণ করে, এবং কর্মীদের অন্যান্য সুযোগ-সুবিধা যেমন স্বাস্থ্য প্রকল্প, LTC, বেশি ছুটি ইত্যাদি দেওয়া হয়, যা কেন্দ্রের কর্মীরা পান না। কেন্দ্রের কাছ থেকে পাওয়া অনুদান ও জিএসটি বকেয়া কমে যাওয়াও রাজ্যের আর্থিক চাপে পড়ার একটি বড় কারণ বলে আদালতে জানিয়েছে রাজ্য।
তবে সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে, ডিএ সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে অগস্ট মাসেই। সেই রায়ের ওপরই নির্ভর করবে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কি না, এবং কবে থেকে কতটা পাবেন। আপাতত নজর সোমবারের শুনানির দিকেই।