প্রথম পাতা খেলা ওভালে নাটকীয় জয়, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করল ভারত

ওভালে নাটকীয় জয়, ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করল ভারত

148 views
A+A-
Reset

ভারত (প্রথম ইনিংস) ২২৪ (করুণ ৫৭, সুদর্শন ৩৮, অ্যাটকিনসন ৩৩/৫, টং ৫৭/৩)

ইংল্যান্ড (প্রথম ইনিংস) ২৪৭ (ক্রলি ৬৪, ব্রুক ৫৩, প্রসিদ্ধ ৬২/৪, সিরাজ ৮৬/৪)

ভারত (দ্বিতীয় ইনিংস) ৩৯৬ (যশস্বী ১১৮, আকাশ ৬৬, টং ১২৫/৫, অ্যাটকিনসন ১২৭/৩)

ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস) ৩৬৭ (ব্রুক ১১১, রুট ১০৫, প্রসিদ্ধ ১২৬/৪, সিরাজ ১০৪/৫)

পঞ্চম দিনের শুরুতে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, ভারতের দরকার ছিল ৪টি উইকেট। নাটকীয় ম্যাচের শেষ অধ্যায়ে বাজিমাত করল ভারত। সিরিজ়ে পিছিয়ে থেকেও ২-২ ব্যবধানে সিরিজ় ড্র করলেন শুভমন গিলেরা। ইংল্যান্ডের মাটিতে পরপর দু’টি টেস্ট সিরিজ় ২-২ ব্যবধানে ড্র করল ভারত। কোচ হিসেবে গৌতম গম্ভীরের জন্যও এটি স্বস্তির নিঃশ্বাস।

চতুর্থ দিনে ইংল্যান্ডের সামনে ছিল ৩২৪ রানের টার্গেট, ভারতের দরকার ছিল ৮টি উইকেট। প্রথম সেশনেই বেন ডাকেট ও ওলি পোপ ফিরে যান। ভারতের পক্ষে খেলা অনেকটা এগিয়ে গেলেও ব্রুক ও রুটের ১৯৫ রানের জুটিতে ম্যাচ প্রায় ইংল্যান্ডের দখলে চলে যায়। ব্রুক খেলেন ১১১ রানের ইনিংস, রুট করেন সিরিজ়ের তৃতীয় শতরান।

তবে শেষ মুহূর্তে ফেরে ভারত। প্রসিদ্ধ কৃষ্ণ পরপর দুই উইকেট তুলে নেন। ইংল্যান্ড যখন চাপে, তখনই নামে বৃষ্টি। খেলা গড়ায় পঞ্চম দিনে। সেখানেই ছয় রানে জয় নিশ্চিত করে ভারত। সিরাজ, প্রসিদ্ধ ও আকাশদীপ দেখিয়ে দিলেন, টেস্ট ক্রিকেট এখনও কতটা অনিশ্চিত ও উত্তেজনাপূর্ণ হতে পারে।

ভারতের জয়ের নায়ক সিরাজ গোটা সিরিজ়ে অসাধারণ বল করেন। সবচেয়ে বেশি ওভার ও উইকেট— দুই তালিকায়ই সেরা তিনি। লর্ডসে হারার দুঃখ ওভালে ঘোচালেন তিনিই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.