ভারতীয় আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে ফের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও গৌণ নিষেধাজ্ঞা জারি হতে পারে।
ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিয়ে চলেছে।
প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, কেন ভারতকে একতরফাভাবে নিষেধাজ্ঞার নিশানায় রাখা হচ্ছে, যখন চীন-সহ আরও অনেক দেশই এখনও রাশিয়া থেকে তেল কিনছে। উত্তরে ট্রাম্প বলেন, “এখন তো মাত্র আট ঘণ্টা হয়েছে। দেখুন সামনে কী হয়। আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। প্রচুর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে।”
উল্লেখ্য, ভারতের মোট অপরিশোধিত তেলের ৮৮ শতাংশই আসে বিদেশ থেকে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে, ২০২২ সালের আগে, ভারতের তেল আমদানির মধ্যে রাশিয়ার অংশ ছিল মাত্র ০.২ শতাংশ। কিন্তু বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। পিটিআই-এর একটি রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসে ভারত রোজ প্রায় ১৬ লক্ষ ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে।