প্রথম পাতা খবর নবম দিনে পা দিল ‘অপারেশন অখল’, শহিদ ২ সেনা জওয়ান

নবম দিনে পা দিল ‘অপারেশন অখল’, শহিদ ২ সেনা জওয়ান

136 views
A+A-
Reset

জম্মু-কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ দুই সেনা জওয়ান। শনিবার নবম দিনে পা দিল ‘অপারেশন অখল’ অভিযান। সেনা সূত্রে খবর, শহিদদের নাম ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং। সংঘর্ষে আরও দুই জওয়ান আহত হয়েছেন। এই নিয়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০-এ।

চিনার কর্পস এক্স-এ পোস্ট করে জানিয়েছে, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এই দুই বীর জওয়ানের সাহস ও নিষ্ঠা চিরকাল অনুপ্রেরণা জোগাবে। সেনা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতীয় সেনা।

গত ১ আগস্ট শুরু হয় ‘অখল’ অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের আকখল গ্রামের জঙ্গলে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত পাঁচের বেশি সন্ত্রাসবাদী খতম হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, আরও অন্তত তিন জন লস্কর-ই-তইবা জঙ্গি জঙ্গলের গুহা-সদৃশ আস্তানায় লুকিয়ে রয়েছে।

ঘন জঙ্গল, পাহাড়ি গুহা ও দুর্গম এলাকা অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ড্রোন, হেলিকপ্টার এবং প্যারা কম্যান্ডো ব্যবহার করে অভিযান চালাচ্ছে সেনা। শুরু থেকে টানা গুলির লড়াই ও বিস্ফোরণে কেঁপে উঠছে এলাকা। সন্ত্রাসবাদীরা নাইট-ভিশন ডিভাইস ও লং-রেঞ্জ রাইফেল দিয়ে হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

অখল গ্রামের বহু বাসিন্দা নিরাপদ স্থানে সরে গিয়েছেন। প্রশাসন স্থানীয়দের সহায়তায় নোডাল অফিসার নিয়োগ করেছে। এপ্রিলের পাহেলগাঁও হামলায় ২৬ জন সাধারণ নাগরিক, যাঁদের বেশিরভাগই পর্যটক, নিহত হওয়ার পর থেকেই উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে সেনা। এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় ২০ জন শীর্ষস্থানীয় সন্ত্রাসবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.