অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংক্রান্ত জটিলতার জেরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধাতালিকা বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশও দিয়েছে আদালত। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গগইয়ের বেঞ্চে ওবিসি মামলার শুনানি নির্ধারিত রয়েছে।
আইনজীবী মহলের ধারণা, সেই শুনানিতেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড-সংক্রান্ত হাই কোর্টের রায় নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে।
এর আগে রাজ্যের ওবিসি শংসাপত্র-সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। পরে সেই স্থগিতাদেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতির বেঞ্চ তখন মন্তব্য করেছিল, “এটা সত্যিই বিস্ময়কর! হাই কোর্ট কীভাবে এমন স্থগিতাদেশ দিল? আমরা ভাবছি, কোন যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে!” হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার পর সোমবার ফের ওবিসি মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে।