প্রথম পাতা খবর বৃহস্পতির সকাল থেকেই বৃষ্টি! কত দিন চলবে?

বৃহস্পতির সকাল থেকেই বৃষ্টি! কত দিন চলবে?

153 views
A+A-
Reset

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের শক্তি আরও বাড়ছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম–মধ্য ও উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ, বৃহস্পতিবার সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর পাশাপাশি পঞ্জাব থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা সমুদ্র পর্যন্ত পৌঁছেছে, যা নিম্নচাপের সঙ্গে মিলিত হয়ে আগামী দু’-তিন দিন বাংলার অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টি ঘটাবে।

এ দিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ ও কাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুতের সতর্কতা জারি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ১৫ ও ১৬ অগস্ট বৃষ্টি কমলেও ১৭ ও ১৮ অগস্ট ফের প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.