বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারই এটি স্থলভাগে প্রবেশ করবে। বিশেষত ওড়িশার গোপালপুরের কাছে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বাংলায় এই নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষভাবে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। উত্তাল সমুদ্রের কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২২ অগাস্ট পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে।
দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে বলেই পূর্বাভাস।