বিজেপির অন্দরের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এল। প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রকাশ্যে। কয়েক দিন আগে বিজেপি মহিলা মোর্চার আয়োজিত নারী শক্তি সম্মেলনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই ক্ষোভই সমাজ মাধ্যমে ঝরে পড়ল তাঁর পোস্টে।
ভারতী বর্তমানে বিজেপির জাতীয় মুখপাত্র পদে রয়েছেন। কিন্তু বঙ্গ বিজেপিতে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না—এমন অভিযোগ আগেও শোনা গিয়েছিল। এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে সেই জল্পনাকে আরও জোরাল করলেন তিনি।
পোস্টে ভারতী লেখেন, “বঙ্গ বিজেপি আয়োজিত ন্যাশনাল লাইব্রেরির নারী শক্তি সম্মেলনে আমন্ত্রণ পাইনি। বিজেপি আমাকে ভুলে গিয়েছে।” পাশাপাশি সন্দেহ প্রকাশ করেন, তাঁকে ইচ্ছে করেই প্রান্তিক করার পিছনে দলের অভ্যন্তরে কারও ‘অদৃশ্য হাত’ থাকতে পারে। এমনকি এই বিষয়ে তিনি দলের কর্মী-সমর্থকদের মতামতও জানতে চান।
২০১৯ সালে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন ভারতী ঘোষ। কিন্তু মুকুল ঘনিষ্ঠরা বর্তমানে বঙ্গ বিজেপির মূলস্রোত থেকে কার্যত দূরে। ফলে ভারতীও ধীরে ধীরে প্রান্তিক হচ্ছেন বলে দলীয় মহলের অনেকের মত।
ঘটনায় বিজেপির অন্দরে নতুন করে তরঙ্গ তৈরি হয়েছে। শীর্ষ নেতৃত্ব কী অবস্থান নেয়, তা নিয়েই এখন নজর রাজনৈতিক মহলের।