প্রথম পাতা খবর কসবা কাণ্ডে ৫৮ দিনের মাথায় ৬৫০ পাতার চার্জশিট পেশ পুলিশের, মূল অভিযুক্ত কে?

কসবা কাণ্ডে ৫৮ দিনের মাথায় ৬৫০ পাতার চার্জশিট পেশ পুলিশের, মূল অভিযুক্ত কে?

122 views
A+A-
Reset

কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় পুলিশ জমা দিল চার্জশিট। শনিবার আলিপুর আদালতে ৬৫০ পাতার এই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের নেতা মনোজিৎ মিশ্র-সহ চারজনের।

পুলিশ সূত্রে খবর, চার্জশিটে ৮০ জন সাক্ষীর জবানবন্দি, ডিএনএ রিপোর্ট এবং ফরেনসিক রিপোর্ট যুক্ত করা হয়েছে। চার্জশিটে মনোজিৎ মিশ্রর পাশাপাশি অভিযুক্ত হিসেবে নাম রয়েছে প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের।

চার্জশিট অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, আটকে রেখে প্রাণে মেরে ফেলার হুমকি, এবং ঘটনার ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি আইনের ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় জুন মাসের গোড়ার দিকে, যখন আইন কলেজের এক ছাত্রী অভিযোগ জানান যে, কলেজ ক্যাম্পাসের মধ্যেই তাঁকে গণধর্ষণ করা হয়েছে। ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্র ও তাঁর সহযোগীরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে। অভিযুক্তরা ভিডিও করে তাঁকে ব্ল্যাকমেলের চেষ্টা করে বলেও অভিযোগ।

অভিযোগ ওঠার পর শাসকদলের ছাত্র সংগঠনের দিকেও আঙুল ওঠে। যদিও তৃণমূল ছাত্র পরিষদ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয়, মনোজিৎ মিশ্র কলেজ এবং ছাত্র সংগঠনের প্রাক্তনী। তাঁকে সংগঠন থেকে সাসপেন্ডও করা হয়েছে।

পুলিশের দ্রুত পদক্ষেপ এবং চার্জশিট আদালতে জমা পড়ায় খানিকটা স্বস্তি পেয়েছে নির্যাতিতা ছাত্রী ও তাঁর পরিবার। তবে তাঁরা চান অভিযুক্তদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি।

ধর্ষণ ও গণধর্ষণের মতো নারীবিরোধী ঘটনা রুখতে রাজ্য সরকার ‘অপরাজিতা বিল’ এনেছে। তবে রাজ্যপাল এখনও তাতে সই না করায় আইন কার্যকর হয়নি। সাধারণ মানুষের আশা, আইন সংশোধন কার্যকর হলে দোষীরা দ্রুততম সময়ে কঠোরতম শাস্তি পাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.