মাঝে কয়েক দিনের স্বস্তি মিললেও ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা লাগোয়া জেলাগুলিতে।
এছাড়া মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, জয়পুর, বান্দা, রাঁচী ও দিঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে সমুদ্র উত্তাল থাকবে বলে পূর্বাভাস। উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩৫–৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে আগামী ২৮ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের সম্ভাব্য পরিস্থিতি
- মঙ্গলবার কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
- বুধবার ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় সতর্কতা জারি হয়েছে।
- বৃহস্পতিবার থেকে ফের বাড়বে দুর্যোগ। ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা থাকবে।
- শুক্রবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
- মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে।
- বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস।
- শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ফের ভারী বৃষ্টি নামতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে সপ্তাহান্ত পর্যন্ত দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টিতে স্বাভাবিক জীবনে বিঘ্ন ঘটতে পারে।