প্রথম পাতা খবর বিলাসবহুল ভলভো বাসে বনেদি বাড়ি, লঞ্চে নামী মণ্ডপ! দুর্গাপুজোয় বিশেষ পরিক্রমা ঘোষণা রাজ্যের

বিলাসবহুল ভলভো বাসে বনেদি বাড়ি, লঞ্চে নামী মণ্ডপ! দুর্গাপুজোয় বিশেষ পরিক্রমা ঘোষণা রাজ্যের

121 views
A+A-
Reset

দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। এর মধ্যেই পুজো দর্শন আরও উপভোগ্য করতে পরিবহণ দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল বিশেষ পরিক্রমার ব্যবস্থা। বিলাসবহুল ভলভো বাসে বনেদি বাড়ি দর্শন থেকে শুরু করে লঞ্চে চেপে উত্তর কলকাতার বিখ্যাত মণ্ডপ— প্যাকেজের ঝুলিতে থাকছে একাধিক বিকল্প।

বনেদি বাড়ির পুজো ট্যুর:
শহরের ঐতিহ্য তুলে ধরতে শীতাতপনিয়ন্ত্রিত ভলভো বাসে ভ্রমণের আয়োজন করা হয়েছে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে সকাল ৮টায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে ছাড়বে বাস। দর্শন করানো হবে বদনচন্দ্র রায় বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, সাবর্ণ রায় চৌধুরী বাড়ি সহ একাধিক বনেদি পূজা।

  • ভাড়া: জনপ্রতি ₹২২০০ (শিশুদের জন্য ছাড়)
  • থাকছে সকালের জলখাবার, মধ্যাহ্নভোজন, চা-কফি ও পানীয়।

শহরতলি থেকে কলকাতা:
বারাসাত থেকে বিশেষ বাস ছাড়বে সকাল ৮টায়। এতে দেখা যাবে কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন পরিবার, জোড়াসাঁকো দাঁ পরিবার, ঠনঠনিয়া দত্তবাড়ি, লাহাবাড়ি সহ একাধিক সাবেকি পুজো।

  • ভাড়া: জনপ্রতি ₹২৩০০

জলপথে পুজো দর্শন:
এ বছর থাকছে জলপথের বিশেষ আয়োজন। মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে সকাল ১১টায়। আহিরীটোলা ঘাটে নেমে এসি বাসে দেখা যাবে শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্কের পুজো এবং বলরাম মন্দির ও সারদা মায়ের বাড়ি। ফের লঞ্চে চেপে যাত্রা শেষ হবে মিলেনিয়াম পার্কে।

  • ভাড়া: জনপ্রতি ₹৯০০
  • থাকছে জলখাবার ও পানীয়।

এ ছাড়াও, ষষ্ঠী, সপ্তমী ও নবমীতে এসপ্ল্যানেড ও বারাসাত থেকে বাসে ঘুরে দেখানো হবে একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার প্রভৃতি জনপ্রিয় মণ্ডপ।

কম বাজেটে ভ্রমণ করতে চাইলে রয়েছে নন-এসি বাসও। যাত্রা শুরু হবে হাওড়া, টালিগঞ্জ, বারাসাত, মধ্যমগ্রাম ও ডানলপ থেকে। ভাড়া মাত্র ₹৫০০–₹৭০০।

পরিবহণ দফতরের দাবি, পুজোর দিনগুলোতে ভিড় সামাল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে আরামদায়ক ভ্রমণের সুযোগ করে দিতেই এই উদ্যোগ।

নিগমের তরফে জানানো হয়েছে, তাদের ওয়েবসাইট https://wbtconline.in/home থেকে পরিক্রমার টিকিট বুক করা যাবে। এছাড়াও পরিবহণ নিগমের সমস্ত ডিপো থেকেও প‌্যাকেজ বুক করতে পারবেন দর্শনার্থীরা। পাশাপাশি ৯৮৩০১৭৭০০০ নম্বরে যোগাযোগ করেও টিকিট কাটা যাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.