প্রথম পাতা খবর ওবিসি মামলা নিয়ে বিরোধীদের আক্রমণ অভিষেকের, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষায় সরকারের পদক্ষেপের প্রশংসা

ওবিসি মামলা নিয়ে বিরোধীদের আক্রমণ অভিষেকের, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষায় সরকারের পদক্ষেপের প্রশংসা

94 views
A+A-
Reset

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ফের বিরোধীদের কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওবিসি মামলা প্রসঙ্গে তিনি দাবি করেন, “আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই নির্দেশে স্থগিতাদেশ আদায় করি। যেদিন অনুমতি পেয়েছি, তার একঘণ্টার মধ্যে সরকার ভর্তি প্রক্রিয়া চালু করেছে।”

মেয়ো রোডের সভামঞ্চ থেকে অভিষেক আরও বলেন, “আমাদের লজ্জা, বারো ক্লাস পাশ করার পরেও বাংলাজুড়ে অনেক অভিভাবক ভর্তি প্রক্রিয়ায় দেরি হওয়ায় উদ্বিগ্ন হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রাজ্যের সরকারকে টার্গেট করতে গিয়ে, আমাদের শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাই কোর্টের বিচারব্যবস্থার একাংশ ছাত্র-যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার করার চেষ্টা করেছিল। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়ে তা ঠেকিয়েছি।”

একই দিনে নিয়োগ-ইস্যুতেও বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওবিসি মামলার কারণে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, “জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করতে আমাদের সময় লেগেছে। এতে আমাদের দোষ নেই। যারা কোর্টে গিয়ে কেস করে তারা দু’নম্বরি। তোমরা রাজনীতি পারো না, তাই ব্যাকডোরে লড়াই করে নিয়োগ আটকে রাখো।”

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত সভায় দলের উদ্দেশ্যে বার্তা দেন মুখ্যমন্ত্রী। সকালেই এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।”

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সুর চড়ানোর পর এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের মঞ্চ থেকে বিরোধীদের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.