প্রথম পাতা খবর চালু হল ‘শ্রমশ্রী পোর্টাল’, এ বার অনলাইনে আবেদন জানাতে পারবেন পরিযায়ী শ্রমিকরা

চালু হল ‘শ্রমশ্রী পোর্টাল’, এ বার অনলাইনে আবেদন জানাতে পারবেন পরিযায়ী শ্রমিকরা

168 views
A+A-
Reset

পরিযায়ী শ্রমিকদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ, ১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ‘শ্রমশ্রী পোর্টাল’। নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক

মন্ত্রী জানান, বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলার শ্রমিকেরা ভয়-হয়রানির শিকার হয়ে ফিরে আসছেন। তাঁদের আর্থিক অনিশ্চয়তা ও কর্মসংস্থান সঙ্কট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্রম দফতর এই উদ্যোগ নিয়েছে।

শ্রমমন্ত্রী বলেন, “২১ অগস্ট থেকে অফলাইনে পরিযায়ী শ্রমিকদের আবেদন গ্রহণ শুরু হয়েছিল। ইতিমধ্যেই ২০ হাজারের বেশি আবেদন নথিভুক্ত হয়েছে। এখন থেকে এই আবেদন ধাপে ধাপে ‘শ্রমশ্রী পোর্টালে’ আপলোড করা হবে। যাঁরা অফলাইনে আবেদন করেছেন তাঁদের কোনও অসুবিধা হবে না।”

নতুন পোর্টালের মাধ্যমে শ্রমিকেরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন এবং সেই আবেদনের অগ্রগতি সহজেই জানতে পারবেন। ফলে প্রক্রিয়া হবে স্বচ্ছ ও দ্রুততর।

মন্ত্রী অভিযোগ করেন, অসম, মহারাষ্ট্র, ওড়িশা, হরিয়ানা এবং রাজস্থানে বাংলার শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হচ্ছে, এমনকি পুশব্যাক কিংবা ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ঘটনাও ঘটছে। এর ফলে হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে বাংলায় ফিরে আসতে বাধ্য হয়েছেন।

এই পরিস্থিতিতে শ্রমিকদের সহায়তায় ‘শ্রমশ্রী পোর্টাল’ চালু করা হচ্ছে। রাজ্য সরকারের আশা, এই পদক্ষেপের মাধ্যমে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকের আর্থিক সঙ্কট ও কর্মসংস্থান সমস্যার সমাধান সম্ভব হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.