আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় রাজ্যের অন্তত ১৩ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুর জেলাতেও ভারী বর্ষণের সম্ভাবনা প্রবল। আগামীকাল মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে।
বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গেও মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সতর্কবার্তায় সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি নিম্নাঞ্চলে জল জমার সম্ভাবনা থাকায় প্রয়োজনীয় সতর্কতা নিতে বলা হয়েছে প্রশাসনকে।