প্রথম পাতা খবর পুরস্কার, সংবর্ধনা আর সাংস্কৃতিক পর্বে জমজমাট ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭ তম বর্ষপূর্তি অনুষ্ঠান

পুরস্কার, সংবর্ধনা আর সাংস্কৃতিক পর্বে জমজমাট ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ৪৭ তম বর্ষপূর্তি অনুষ্ঠান

96 views
A+A-
Reset

সাতচল্লিশের গণ্ডি পেরিয়ে আটচল্লিশে পা দিল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব। সুবর্ণ জয়ন্তীর দোরগোড়ায় দাঁড়িয়ে গত শনিবার, ৩০ আগস্ট, রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে মহা সমারোহে পালিত হল ক্লাবের ৪৭তম বর্ষপূর্তি উৎসব

অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এদিন ন’টি স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে পাঁচটি গিয়েছিল স্নাতকোত্তর সাংবাদিকতায় প্রথম স্থানাধিকারীদের হাতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠা সরকার পান সন্তোষকুমার ঘোষ স্মৃতি পুরস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঋক সরকার পেলেন ড. স্মরজিৎ দত্ত স্মৃতি পুরস্কার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অঙ্কিতা রায় পেলেন নিরঞ্জন সেনগুপ্ত স্মৃতি পুরস্কার। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পায়েল দাসের হাতে উঠল বরুণ সেনগুপ্ত স্মৃতি পুরস্কার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সৌম্যদীপ মিত্র পেলেন রাহুল গোস্বামী স্মৃতি পুরস্কার

এছাড়া ক্লাব সদস্যদের সন্তান ও নাতি-নাতনিদের মধ্য থেকে এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ১৪ জনকে সংবর্ধনা জানানো হয়। মাধ্যমিকে সর্বোচ্চ প্রাপ্ত সৃজনী ভট্টাচার্য পান অভীক বসু স্মৃতি পুরস্কার, আর উচ্চমাধ্যমিকে শ্রীজাতা ব্যানার্জি পান হিমাংশু চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার

এই বছর দক্ষিণারঞ্জন বসু স্মৃতি পুরস্কার দেওয়া হয় প্রবীণ সাংবাদিক ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ত্রিদিব রঞ্জন ভট্টাচার্য্য-কে। ক্রীড়াক্ষেত্রে কৃতিত্বের জন্য উদীয়মান টেবিল টেনিস খেলোয়াড় সিন্ড্রেলা দাস পান অমিত চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার

সভাপতি প্রান্তিক সেন তাঁর স্বাগত ভাষণে ক্লাবের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। প্রধান অতিথি মন্ত্রী সুজিত বসু বলেন, সাংবাদিকতা পড়ুয়াদের এই পুরস্কার তাঁদের আরও অনুপ্রেরণা দেবে। পাশাপাশি পড়াশোনার সঙ্গে খেলাধুলার প্রতিও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রকাশিত হয় ক্লাবের পত্রিকা ‘সাংবাদিক’-এর বার্ষিক অনুষ্ঠান সংখ্যা। সাধারণ সম্পাদক ইমনকল্যাণ সেন ধন্যবাদ জ্ঞাপনে ক্লাবঘর ছ’তলা থেকে দোতলায় নামিয়ে আনার কাজে যাঁরা সাহায্য করেছেন তাঁদের কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নন্দিনী লাহা

দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী সলিল চৌধুরী-র জন্ম শতবর্ষ উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে ক্যালকাটা কয়্যারের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। পরিচালনায় ছিলেন কল্যাণ সেন বরাট

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ মোতিলাল, শম্ভু সেন ও সমীর গোস্বামী, সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী ও নরেশ মণ্ডল, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য ও সঞ্জয় হাজরা, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, সদস্য ও তাঁদের পরিবারবর্গ।

বর্ষপূর্তির এই অনুষ্ঠান কেবল স্মৃতিচারণ নয়, ভবিষ্যতের প্রতি এক নতুন অঙ্গীকারেরও প্রতিফলন হয়ে রইল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.